Just Talk Creation

Header Ads Widget

 <iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/0rmizIRYyG4" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ (পদসংখ্যা ১২ টি )

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি। 


 ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ প্রকাশিত হয়েছে। ১১ টি পদে মোট ১২ জন যোগ্য লোক নিয়োগ দেওয়া হবে। 30 নভেম্বর 2021 তারিখের মধ্যে আবেদনপত্র ডাকযোগে প্রেরণ করতে হবে। 

আবেদন ফরম ডাউনলোড করতে পারবেন এই পোস্টের মাধ্যমে। 


                                             আবেদন ফরম ডাউনলোড করতে এখানে ক্লিক করুন 


 


চলুন আরো বিস্তারিতভাবে সকল তথ্য জেনে নেই 



প্রয়োজনীয় কাগজপত্রাদি


জাতীয় পরিচয়পত্র।

সকল শিক্ষাগত যোগ্যতার সনদ।

অভিজ্ঞতার সনদ।
নাগরিকত্বের সনদ।
জন্মনিবন্ধন সনদ।
পাসপোর্ট সাইজের ০২ কপি রঙ্গিন ছবি।


উল্লিখিত সকল কাগজপত্র অবশ্যই সত্যায়িত হতে হবে।



 নিম্নোক্ত ঠিকানায় ৩০ নভেম্বর ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্রাদি পাঠাতে হবে।


আবেদনপত্র প্রেরণের ঠিকানা


বিজ্ঞাপনদাতা, 

জিপিও বক্স নম্বর-২৭৯,

ঢাকা-১০০০

 

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১


 

এই বিভাগের ১২ টি শূন্যপদ পূরণের লক্ষ্যে সম্প্রতি একটি জব সার্কুলার প্রকাশিত হয়েছে।



 বিজ্ঞাপন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যাবলী


 সংস্থা: স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ 

মোট পদ: ১১ টি 
শূন্যপদের সংখ্যা: ১২ টি
চাকরির ধরণ: ফুল টাইম 
কর্মস্থল: বাংলাদেশের যে কোন স্থান
বেতন: নিচে দেখুন 
আবেদন মাধ্যম: ডাকযোগ
আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর ২০২১ 
অফিসিয়াল ওয়েবসাইট: mefwd.gov.bd

 

https://www.youtube.com/channel/UCSCC5NOwZ8r13xtIK4XkkA  


পদ সম্পর্কিত সকল তথ্য এবং আবেদন যোগ্যতা


পদের নাম: উপ-পরিচালক (গবেষণা, প্রশিক্ষণ ও এক্সটারনাল)

শূন্যপদের সংখ্যা: ০১ টি

বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০/- টাকা

গ্রেড: ০৫

 শিক্ষাগত যোগ্যতা: MBBS ডিগ্রী অথবা নিম্নে উল্লিখিত যে কোন একটি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।

 

  • Sociology Social Work
  • Health Economics 
  • Epidemiology
  • Nutrition 
  • Demography
  • Population Science 
  • Public Health.

অভিজ্ঞতা: ১০ বছর 

বয়স: সর্বোচ্চ ৪৫ বছর।


পদের নাম: সহকারী পরিচালক (বায়ো-মেডিকেল রিসার্চ)


শূন্যপদের সংখ্যা: ০১

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০/- টাকা

গ্রেড: ০৬

শিক্ষাগত যোগ্যতা: MBBS ডিগ্রী এবং নিম্নে উল্লিখি যে কোন একটি বিষয়ে ডিপ্লোমা/মাস্টার ডিগ্রি।


  • Epidemiology 
  • Nutrition
  • Demography 
  • Population Science
  • Public Health.


অভিজ্ঞতা: ০৫ বছর।

বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।



 পদের নাম:  সহকারী পরিচালক (রিসার্চ ও ট্রেনিং)

শূন্যপদের সংখ্যা: ০১ টি

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০/- টাকা

গ্রেড: ০৬

শিক্ষাগত যোগ্যতা: নিম্নে উল্লিখিত যে কোন একটি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।

  • MBBS ডিগ্রী
  • স্বাস্থ্য অর্থনীতি
  • অর্থনীতি
  • পরিসংখ্যান
  • সমাজ কল্যাণ
  • সমাজ বিজ্ঞান।
অথবা নিম্নে উল্লিখিত যে কোন একটি বিষয়ে স্নাতকোত্তর ডিপ্লোমা/মাস্টার ডিগ্রি।

  • Epidemiology
  • Nutrition
  • Demography
  • Population Science
  • Public Health.
অভিজ্ঞতা: ০৫ বছর।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।



 পদের নাম: সহকারী পরিচালক (ডাটা ম্যানেজমেন্ট)

শূন্যপদের সংখ্যা: ০১

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০/- টাকা

গ্রেড: ০৬

শিক্ষাগত যোগ্যতা: নিম্নে উল্লিখিত যে কোন একটি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।

  • MBBS ডিগ্রী
  • স্বাস্থ্য অর্থনীতি
  • অর্থনীতি
  • পরিসংখ্যান
  • সমাজ কল্যাণ
  • সমাজ বিজ্ঞান।
অথবা নিম্নে উল্লিখিত যে কোন একটি বিষয়ে স্নাতকোত্তর ডিপ্লোমা/মাস্টার ডিগ্রি।

  • Epidemiology
  • Nutrition
  • Demography
  • Population Science
  • Public Health.
অভিজ্ঞতা: ০৫ বছর।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।



 পদের নাম: গবেষণা কর্মকর্তা (বায়ো-মেডিকেল রিসার্চ 
শূন্যপদের সংখ্যা: ০১ 
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/- টাকা

গ্রেড: ০৯

শিক্ষাগত যোগ্যতা: MBBS ডিগ্রী।

বয়স: ২৪ – ৩০ বছর।



পদের নাম: গবেষণা ও প্রশিক্ষণ কর্মকর্তা

শূন্যপদের সংখ্যা: ০১ টি

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/- টাকা

গ্রেড: ০৯

শিক্ষাগত যোগ্যতা: নিম্নে উল্লিখিত যে কোন একটি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।

  • MBBS ডিগ্রী
  • অর্থনীতি
  • সমাজ কল্যাণ
  • পরিসংখ্যান
  • সমাজ বিজ্ঞান।
বয়স: ২৪-৩০ বছর।

 

পদের নাম: গবেষণা ও পাবলিকেশন কর্মকর্তা

শূন্যপদের সংখ্যা: ০১ টি

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/- টাকা

গ্রেড: ০৯

শিক্ষাগত যোগ্যতা: নিম্নে উল্লিখিত যে কোন একটি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।


  • MBBS ডিগ্রী
  • অর্থনীতি
  • সমাজ কল্যাণ
  • গণযোগাযোগ ও সাংবাদিকতা
  • পরিসংখ্যান
  • সমাজ বিজ্ঞান।
বয়স: ২৪-৩০ বছর।



পদের নাম: গবেষণা কর্মকর্তা (ডাটা ম্যানেজমেন্ট)

শূন্যপদের সংখ্যা: ০১ টি

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/- টাকা

গ্রেড: ০৯

শিক্ষাগত যোগ্যতা: নিম্নে উল্লিখিত যে কোন একটি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।

  • MBBS ডিগ্রী
  • অর্থনীতি
  • সমাজ কল্যাণ
  • সমাজ বিজ্ঞান
  • কম্পিউটার সায়েন্স
  • পরিসংখ্যান।
  • বয়স: ২৪-৩০ বছর।

পদের নাম: প্রশাসনিক কর্মকর্তা
শূন্যপদের সংখ্যা: ০১

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/- টাকা

গ্রেড: ০৯


শিক্ষাগত যোগ্যতা: যে কোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী।

বয়স: ২৪-৩০ বছর।




 পদের নাম: ড্রাইভারশূন্যপদের সংখ্যা: ০১ টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- টাকা

গ্রেড: ১৬

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাশ।

অভিজ্ঞতা: ০২ বছর।

বয়স: ২১-৩০ বছর।



পদের নাম: অফিস সহায়ক (এমএলএসএস)

শূন্যপদের সংখ্যা:  ০২ টি

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/- টাকা

গ্রেড: ২০

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি (SSC) পাশ।

বয়স: ২১-৩০ বছর।



 বিস্তারিত জানতে  বিজ্ঞপ্তি দেখুন ........



 




খাদ্য মন্ত্রণালয়ে চাকরির জন্য নিয়োগ বিজ্ঞপ্তি



 


               খাদ্য মন্ত্রণালয়ে চাকরির জন্য নিয়োগ বিজ্ঞপ্তি

পদের নাম: কম্পিউটার অপারেটর

 পদের সংখ্যা: ০১ টি।

 শিক্ষাগত যােগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা। সমমানের ডিগ্রি। 

অন্যান্য যােগ্যতা: কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০। 

বেতন স্কেল: ১১,০০০ - ২৬,৫৯০ টাকা।


পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 

পদের সংখ্যা: ০১ টি। 

শিক্ষাগত যােগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।

 অন্যান্য যােগ্যতা: সাঁট লিপিতে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ৪৫ ও ৭০, কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০।

 বেতন স্কেল: ১১,০০০ - ২৬,৫৯০ টাকা।


পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 

পদের সংখ্যা: ০১ টি।।

 শিক্ষাগত যােগ্যতা: এইচএসসি বা সমমান পাস।

 অন্যান্য যােগ্যতা: ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি এবং টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে ২০। 

বেতন স্কেল: ৯,৩০০ - ২২,৪৯০ টাকা।


পদের নাম: অফিস সহায়ক 

পদসংখ্যা: ০৪ টি। 

শিক্ষাগত যােগ্যতা: এসএসসি পাস।

 বেতন: ৮,২৫০ - ২০,০১০ টাকা।


আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://mofood.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।


আবেদন শুরুর সময়: ০১ নভেম্বর ২০২১ তারিখ ,সকাল ০৯:০০ টা থেকে আবেদন করা যাবে। 


আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর ২০২১ তারিখ, বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।



বিস্তারিত জানুন ........


বাংলাদেশ বিমানবাহিনীতে চাকরির জন্য নিয়োগ বিজ্ঞপ্তি। ২০২১


নবীকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদের ধারণকৃত আন্দোলনের ফুটেজ ভিডিও

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে ফেরি ডুবে যাওয়ার দৃশ্য। অনেকগুলা ট্রাকসহ ফেরি ডুবে যাচ্ছে ।


 


 

আপনি ইউটিউবার বা ব্যবসায়ী আপনার একবার হলেও ভিডিওটি দেখা উচিত।


 


 


 

Logo Creation


 

Advertisement




 

রাগের ওষুধ


 রাগের ওষুধ

সুকুমার রায়


কেদারবাবু বড় বদরাগী লোক। যখন রেগে বসেন, কাণ্ডাকাণ্ড জ্ঞান থাকে না।

একদিন তিনি মুখখানা বিষণ্ণ ক'রে বসে আছেন, এমন সময় আমাদের মাস্টারবাবু এসে বললেন, 'কি হে কেদারকেষ্ট, মুখখানা হাঁড়ি কেন?"

কেদারবাবু বললেন, "আর মশাই, বলবেন না। আমার সেই রূপোবাঁধানো হুঁকোটা ভেঙে সাত টুকরো হয়ে গেল— মুখ হাঁড়ির মত হবে না তো কি বদনার মত হবে?"

মাস্টারমশাই বললেন, 'বল কি হে? এ তো কাচের বাসন নয় কি মাটির পুতুল নয়— অমনি খামখা ভেঙে গেল, এর মানে কি?'

কেদারবাবু বললেন, 'খামখা ভাঙতে যাবে কেন— কথাটা শুনুন না। হল কী,— কাল রাত্রে আমার ভালো ঘুম হয় নি। সকালবেলা উঠেছি, মুখ হাত ধুয়ে তামাক খেতে বসব, এমন সময় কল্কেটা কাত হয়ে আমার ফরাসের উপর টিকের আগুন প'ড়ে গেল। আমি তাড়াতাড়ি যেই আগুনটা সরাতে গেছি অমনি কিনা আঙ্গুলে ছ্যাঁক্ করে ফোস্কা প'ড়ে গেল। আছা, আপনিই বলুন— এতে কার না রাগ হয়? আরে, আমার হুঁকো, আমার কল্কে, আমার আগুন, আরাম ফরাস, আবার আমার উপরেই জুলুম! তাই আমি রাগ ক'রে— বেশি কিছু নয়— ঐ মুগুরখানা দিয়ে পাঁচ দশ ঘা মারতেই কিনা হতভাগা হুঁকোটা ভেঙে খান্ খান্!'

মাস্টারমশাই বললেন, 'তা যাই বল বাপু, এ রাগ বড় চণ্ডাল— রাগের মাথায় এমন কাণ্ড ক'রে বস, রাগটা একটু কমাও।' 'কমাও তো বললেন— রাগ যে মুখের কথায় বাগ মানবে— এ রাগ আমার তেমন নয়।'

'দেখো, আমি এক উপায় বলি। শুনেছি, খুব ধীরে ধীরে এক দুই তিন ক'রে দশ গুনলে— রাগটা নাকি শান্ত হয়ে আসে। কিন্তু তোমার যেমন রাগ, তাতে দশ-বারোতে কূলোবে না— তুমি একেবারে একশো পর্যন্ত গুনে দেখো।'

তারপর একদিন কেদারবাবু ইস্কুলের সামনে দিয়ে যাচ্ছেন। তখন ছুটির সময়, ছেলেরা খেলা করছে। হঠাৎ একটা মার্বেল ছুটে এসে কেদারবাবুর পায়ের হাড়ে ঠাঁই করে লাগল। আর যায় কোথা! কেদারবাবু ছাতের সমান এক লাফ দিয়ে লাঠি উঁচিয়ে দাঁড়িয়েছেন। ছেলের দল যে যেখানে পারে একেবারে সটান চম্পট্। তখন কেদারবাবুর মনে হল মাস্টারবাবুর কথাটা একবার পরীক্ষা ক'রে দেখি। তিনি আরম্ভ করলেন, এক-দুই-তিন-চার-পাঁচ-

ইস্কুলের মাঝখানে একজন লোক দাঁড়িয়ে বিড়্বিড়্ করে অঙ্ক বলছে, তাই দেখে ইস্কুলের দারোয়ান ব্যস্ত হয়ে কয়েকজন লোক ডেকে আনল। একজন বলল, 'কী হয়েছে মশাই?' কেদারবাবু বললেন, 'ষোল-সতেরো-আঠারো-উনিশ-কুড়ি-'

সকলে বলল, 'এ কী? লোকটা পাগল হল নাকি?— আরে, ও মশাই, বলি অমনধারা কচ্ছেন কেন?' কেদারবাবু মনে মনে ভয়ানক চটলেও— তিনি গুনেই চলেছেন, 'ত্রিশ-একত্রিশ-বত্রিশ-তেত্রিশ-' আবার খানিক বাদে আর একজন জিজ্ঞাসা করল, 'মশাই, আপনার কি অসুখ করেছে? কবরেজ মশাইকে ডাকতে হবে?' কেদারবাবু রেগে আগুন হয়ে বললেন, 'উনষাট-ষাট-একষট্টি-বাষট্টি-তেষট্টি-' দেখতে দেখতে লোকের ভিড় জমে গেল— চারিদিকে গোলমাল, হৈ চৈ। তাই শুনে মাস্টারবাবু দেখতে এলেন, ব্যাপারখানা কি! ততক্ষণে কেদারবাবুর গোনা প্রায় শেষ হয়ে এসেছে। তিনি দুই চোখ লাল করে লাঠি ঘোরাচ্ছেন আর বলছেন, 'ছিয়ানব্বুই-সাতানব্বুই-আটানব্বুই-নিরেনব্বুই-একশো— কোন্ হতভাগা লক্ষ্মীছাড়া মিথ্যাবাদী বলেছিল একশো গুনলে রাগ থামে?' বলেই ডাইনে বাঁয়ে দুম্দাম্ লাঠির ঘা।

লোকজন আব ছুটে পালাল। আর মাস্টারমশাই এক দৌড়ে সে যে ঘরের মধ্যে ঢুকলেন, আর সারাদিন বেরোলেন না।