স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ (পদসংখ্যা ১২ টি )

Header Ads Widget

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ (পদসংখ্যা ১২ টি )

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি। 


 ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ প্রকাশিত হয়েছে। ১১ টি পদে মোট ১২ জন যোগ্য লোক নিয়োগ দেওয়া হবে। 30 নভেম্বর 2021 তারিখের মধ্যে আবেদনপত্র ডাকযোগে প্রেরণ করতে হবে। 

আবেদন ফরম ডাউনলোড করতে পারবেন এই পোস্টের মাধ্যমে। 


                                             আবেদন ফরম ডাউনলোড করতে এখানে ক্লিক করুন 


 


চলুন আরো বিস্তারিতভাবে সকল তথ্য জেনে নেই 



প্রয়োজনীয় কাগজপত্রাদি


জাতীয় পরিচয়পত্র।

সকল শিক্ষাগত যোগ্যতার সনদ।

অভিজ্ঞতার সনদ।
নাগরিকত্বের সনদ।
জন্মনিবন্ধন সনদ।
পাসপোর্ট সাইজের ০২ কপি রঙ্গিন ছবি।


উল্লিখিত সকল কাগজপত্র অবশ্যই সত্যায়িত হতে হবে।



 নিম্নোক্ত ঠিকানায় ৩০ নভেম্বর ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্রাদি পাঠাতে হবে।


আবেদনপত্র প্রেরণের ঠিকানা


বিজ্ঞাপনদাতা, 

জিপিও বক্স নম্বর-২৭৯,

ঢাকা-১০০০

 

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১


 

এই বিভাগের ১২ টি শূন্যপদ পূরণের লক্ষ্যে সম্প্রতি একটি জব সার্কুলার প্রকাশিত হয়েছে।



 বিজ্ঞাপন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যাবলী


 সংস্থা: স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ 

মোট পদ: ১১ টি 
শূন্যপদের সংখ্যা: ১২ টি
চাকরির ধরণ: ফুল টাইম 
কর্মস্থল: বাংলাদেশের যে কোন স্থান
বেতন: নিচে দেখুন 
আবেদন মাধ্যম: ডাকযোগ
আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর ২০২১ 
অফিসিয়াল ওয়েবসাইট: mefwd.gov.bd

 

https://www.youtube.com/channel/UCSCC5NOwZ8r13xtIK4XkkA  


পদ সম্পর্কিত সকল তথ্য এবং আবেদন যোগ্যতা


পদের নাম: উপ-পরিচালক (গবেষণা, প্রশিক্ষণ ও এক্সটারনাল)

শূন্যপদের সংখ্যা: ০১ টি

বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০/- টাকা

গ্রেড: ০৫

 শিক্ষাগত যোগ্যতা: MBBS ডিগ্রী অথবা নিম্নে উল্লিখিত যে কোন একটি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।

 

  • Sociology Social Work
  • Health Economics 
  • Epidemiology
  • Nutrition 
  • Demography
  • Population Science 
  • Public Health.

অভিজ্ঞতা: ১০ বছর 

বয়স: সর্বোচ্চ ৪৫ বছর।


পদের নাম: সহকারী পরিচালক (বায়ো-মেডিকেল রিসার্চ)


শূন্যপদের সংখ্যা: ০১

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০/- টাকা

গ্রেড: ০৬

শিক্ষাগত যোগ্যতা: MBBS ডিগ্রী এবং নিম্নে উল্লিখি যে কোন একটি বিষয়ে ডিপ্লোমা/মাস্টার ডিগ্রি।


  • Epidemiology 
  • Nutrition
  • Demography 
  • Population Science
  • Public Health.


অভিজ্ঞতা: ০৫ বছর।

বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।



 পদের নাম:  সহকারী পরিচালক (রিসার্চ ও ট্রেনিং)

শূন্যপদের সংখ্যা: ০১ টি

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০/- টাকা

গ্রেড: ০৬

শিক্ষাগত যোগ্যতা: নিম্নে উল্লিখিত যে কোন একটি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।

  • MBBS ডিগ্রী
  • স্বাস্থ্য অর্থনীতি
  • অর্থনীতি
  • পরিসংখ্যান
  • সমাজ কল্যাণ
  • সমাজ বিজ্ঞান।
অথবা নিম্নে উল্লিখিত যে কোন একটি বিষয়ে স্নাতকোত্তর ডিপ্লোমা/মাস্টার ডিগ্রি।

  • Epidemiology
  • Nutrition
  • Demography
  • Population Science
  • Public Health.
অভিজ্ঞতা: ০৫ বছর।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।



 পদের নাম: সহকারী পরিচালক (ডাটা ম্যানেজমেন্ট)

শূন্যপদের সংখ্যা: ০১

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০/- টাকা

গ্রেড: ০৬

শিক্ষাগত যোগ্যতা: নিম্নে উল্লিখিত যে কোন একটি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।

  • MBBS ডিগ্রী
  • স্বাস্থ্য অর্থনীতি
  • অর্থনীতি
  • পরিসংখ্যান
  • সমাজ কল্যাণ
  • সমাজ বিজ্ঞান।
অথবা নিম্নে উল্লিখিত যে কোন একটি বিষয়ে স্নাতকোত্তর ডিপ্লোমা/মাস্টার ডিগ্রি।

  • Epidemiology
  • Nutrition
  • Demography
  • Population Science
  • Public Health.
অভিজ্ঞতা: ০৫ বছর।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।



 পদের নাম: গবেষণা কর্মকর্তা (বায়ো-মেডিকেল রিসার্চ 
শূন্যপদের সংখ্যা: ০১ 
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/- টাকা

গ্রেড: ০৯

শিক্ষাগত যোগ্যতা: MBBS ডিগ্রী।

বয়স: ২৪ – ৩০ বছর।



পদের নাম: গবেষণা ও প্রশিক্ষণ কর্মকর্তা

শূন্যপদের সংখ্যা: ০১ টি

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/- টাকা

গ্রেড: ০৯

শিক্ষাগত যোগ্যতা: নিম্নে উল্লিখিত যে কোন একটি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।

  • MBBS ডিগ্রী
  • অর্থনীতি
  • সমাজ কল্যাণ
  • পরিসংখ্যান
  • সমাজ বিজ্ঞান।
বয়স: ২৪-৩০ বছর।

 

পদের নাম: গবেষণা ও পাবলিকেশন কর্মকর্তা

শূন্যপদের সংখ্যা: ০১ টি

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/- টাকা

গ্রেড: ০৯

শিক্ষাগত যোগ্যতা: নিম্নে উল্লিখিত যে কোন একটি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।


  • MBBS ডিগ্রী
  • অর্থনীতি
  • সমাজ কল্যাণ
  • গণযোগাযোগ ও সাংবাদিকতা
  • পরিসংখ্যান
  • সমাজ বিজ্ঞান।
বয়স: ২৪-৩০ বছর।



পদের নাম: গবেষণা কর্মকর্তা (ডাটা ম্যানেজমেন্ট)

শূন্যপদের সংখ্যা: ০১ টি

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/- টাকা

গ্রেড: ০৯

শিক্ষাগত যোগ্যতা: নিম্নে উল্লিখিত যে কোন একটি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।

  • MBBS ডিগ্রী
  • অর্থনীতি
  • সমাজ কল্যাণ
  • সমাজ বিজ্ঞান
  • কম্পিউটার সায়েন্স
  • পরিসংখ্যান।
  • বয়স: ২৪-৩০ বছর।

পদের নাম: প্রশাসনিক কর্মকর্তা
শূন্যপদের সংখ্যা: ০১

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/- টাকা

গ্রেড: ০৯


শিক্ষাগত যোগ্যতা: যে কোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী।

বয়স: ২৪-৩০ বছর।




 পদের নাম: ড্রাইভারশূন্যপদের সংখ্যা: ০১ টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- টাকা

গ্রেড: ১৬

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাশ।

অভিজ্ঞতা: ০২ বছর।

বয়স: ২১-৩০ বছর।



পদের নাম: অফিস সহায়ক (এমএলএসএস)

শূন্যপদের সংখ্যা:  ০২ টি

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/- টাকা

গ্রেড: ২০

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি (SSC) পাশ।

বয়স: ২১-৩০ বছর।



 বিস্তারিত জানতে  বিজ্ঞপ্তি দেখুন ........



 




About us